Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে.

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরেরে উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে কোন অফিস নাই। রাণীশংকৈল উপজেলায় নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ১২৭ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ১০৫৭৪ জন সদস্য (পুরুষ-৮২১১, মহিলা-২৩৬৩) রয়েছে । ২০১৯-২০২০ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ১৭২.৩৭ লক্ষ টাকা, সঞ্চয় ৪২৩.৫১ লক্ষ টাকা, সংরক্ষিত তহবিল ১৪.৪০ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ১১০৯.৫৫ লক্ষ টাকা। সরকারী ও অন্যান্য সংস্থা হতে ঋণ গ্রহণ ৫৫৫.০৯ লক্ষ টাকা, ঋণ বিতরণ (সমিতির নিজস্ব তহবিল+সরকারী+অন্যান্য সংস্থা) ১২২৬.২০ লক্ষ টাকা, ঋণ আদায় ৫৭৫.৮৬ লক্ষ টাকা, সমিতির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ৫১.৯০ লক্ষ টাকা, নীট লাভ(২০১৮-২০১৯) ২৪.০৯ লক্ষ টাকা, লভ্যাংশ বন্টন ৭.৬০ লক্ষ টাকা, আদায়কৃত অডিট সেস ০.৫০ লক্ষ টাকা, সমবায় উন্নয়ন তহবিল ০.৭২ লক্ষ টাকা ও অডিট ফি’ ভ্যাট প্রদান ০.০৮ লক্ষ টাকা। নিবন্ধিত গুচ্ছগ্রাম/আদর্শগ্রাম ১০ টি, সফল সমবায় সমিতির সংখ্যা ০৫ টি। সবায়ের মাধ্যমে এ উপজেলায় ২৭২ জনের কর্মসংস্থান হয়েছে। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০১৮-২০১৯ অর্থ বছরে অডিট ফি বাবদ ০.৫০ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে ০.৭২ লক্ষ টাকা আদায় করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলা হতে ১০০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, রংপুরে ১০ জন সমবায়ী ট্রেডভিত্তিক বিভন্ন প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে।.....