Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

প্রশিক্ষণের বিস্তারিতঃ

সমবায় অধিদপ্তর জনগনের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করনে সরকারী উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত।  উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষন একাডেমী ও ১০ টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।

অত্র রাণীশংকৈল উপজেলায় ভ্রাম্যমান প্রশিক্ষন বছরে লক্ষ্যমাত্রা ০৪ টি। প্রশিক্ষনে প্রতি সমিতি হতে ০৫ জন করে প্রতি কোর্সে ২৫ জন সমবায়ী অংশগ্রহন করেন। জুন/২০২০ পর্যন্ত মোট ০৪ টি কোর্স সম্পন্ন হয় এবং ১০০ জন সমবায়ী প্রশিক্ষনে অংশগ্রহন করেন। জেলা সমবায় কার্যালয় থেকে প্রশিক্ষন পরিচালনা করা হয়। তিনজন অন্য বিভাগের সরকারী কর্মকর্তাকে অথিতি বক্তা হিসেবে আমন্ত্রন জনানো হয়।

এছাড়া রংপুর আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট এবং বাংলাদেশ সমবায়  একাডেমী ,কোর্ট বাড়ী, কুমিল্লায় সমবায়ীদের প্রশিক্ষন দেয়া হয়।

বিষয় ভিত্তিক প্রশিক্ষনগুলো হল-

১। সমবায় সমিতি ব্যবস্থাপনা। ২। সমিতির হিসাব রক্ষন কোর্স। ৩। আইজিএ মৌমাছি চাষ। ৪। আইজিএ ব্লক বাটিক। ৫।আইজিএ টেইলারিং। ৬। আইজিএ ইলেকট্রিয়াল। ৭। আইজিএ ক্রিস্টাল। ৮। কম্পিউটার বিষয়ক প্রশিক্ষন। ৯। অডিট সোর্সিং বিষয়ক প্রশিক্ষন। ১০। মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষন।

আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, রংপুর এবং বাংলাদেশ সমবায় একাডেমী, কোর্টবাড়ী, কুমিল্লায় সমবায় বিভাগের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষন দেয়া হয়।