Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাঁশবাড়ী গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারন সভা ও নির্বাচনী নোটিশ।
বিস্তারিত

বাঁশবাড়ী গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ

রেজিঃ নং- ২১ তারিখ-০২/০৯/২০১২ খ্রিঃ

বাঁশবাড়ী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

 

বিশেষ সাধারণ সভা ও নির্বাচনী নোটিশ

 

            এতদ্বারা বাঁশবাড়ী গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ এর সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির ২৯/০৩/২০১৯ খ্রিঃ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩০/০৫/২০১৯ খ্রিঃ রোজঃ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এবং দুপুর ২.০০ টা হতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন ও বিশেষ সাধারণ সভায় সকল বৈধ সদস্যকে যথা সময়ে উপস্থিত হয়ে বিশেষ সাধারণ সভায় যোগদান এবং নির্বাচনে অংশ গ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করা হলো।

 

আলোচ্যসূচী ঃ

            ১। সভার সভাপতি নির্বাচন।

            ২। নির্বাচনী ফলাফল ঘোষনা।

            ৩। বিবিধ।

 

নির্বাচনযোগ্য পদ ঃ সভাপতি-০১, সহ-সভাপতি-০১, সম্পাদক-০১, সদস্য-০৩ টি।

 

মনোনয়ন পত্রের মূল্য (অফেরৎযোগ্য)

            ১। সভাপতি- ১০০০/- টাকা, সহ-সভাপতি- ৮০০/- টাকা, সম্পাদক- ৭০০/- টাকা, সদস্য- ৫০০/- টাকা।

 

 

স্বাক্ষরিত/-

(রবীন্দ্র নাথ)

সভাপতি

অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি

বাঁশবাড়ী গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ

রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

 

স্মারক নং ০১/১(৫১)                                                                                          তারিখঃ- ২৯/০৩/২০১৯ খ্রিঃ।

            সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য অনুলিপি প্রেরণ করা হলো।

০১.        জনাব...................................................................., সদস্য (সকল),  বাঁশবাড়ী গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ।

০২.        উপজেলা সমবায় অফিসার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

০৩.       অফিস কপি।

 

স্বাক্ষরিত/-

সভাপতি

অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি

বাঁশবাড়ী গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/04/2019
আর্কাইভ তারিখ
30/05/2019