Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৭/১১/২০২০ খ্রিঃ তারিখ রাণীশংকৈল উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস’২০২০ খ্রিঃ পালিত
বিস্তারিত

সকাল ৯.৫০ ঘটিকায় অতিথিবৃন্দ, সুধীবৃন্দ ও সমবায়ীদের উপস্থিতির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। ১০.০০ ঘটিকায় প্রধান অতিথি জনাব মোঃ জাহিদুর রহমান (জাহিদ), মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-০৩ মহোদয় অনুপস্থিত থাকায় জনাব মৌসুমী আফরিদা, উপজেলা নির্বাহী অফিসার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং জনাব সোহেল রানা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও সমবায় সংগীতের মাধ্যমে সমবায় পতাকা উত্তোলন করেন। নির্দেশনা মোতাবেক করোনা মহামারীর কথা মনে রেখে স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জাঁকজমক পরিহারকরতঃ র‌্যালীর আয়োজন ছাড়াই যথাযোগ্য মর্যাদায় এবারের জাতীয় সমবায় দিবস পালিত হয়। ১০.৩০ ঘটিকায় আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দের আসনগ্রহন শেষে ১০.৪০ ঘটিকায় পবিত্র কোরআন  থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। ১০.৫০ ঘটিকায় উপজেলা সমবায় অফিসারের পক্ষে জনাব রবীন্দ্রনাথ, সহকারী পরিদর্শক স্বাগত বক্তব্য প্রদান করেন (মোঃ আব্দুর রহিম, উপজেলা সমবায় অফিসার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও, সংযুক্তিতে মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়, শাহআলী, ঢাকায় কর্মরত থাকায়)। ১১.১০ ঘটিকায় ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ প্রতিপাদ্য এবং উপজেলার সমবায়ের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সমবায়ী ও সুধীবৃন্দ বক্তব্য রাখেন। ১১.৪০ ঘটিকায় হতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ, রাণীশংকৈল ডিগ্রী কলেজ, রাণশংকৈল, ঠাকুরগাঁও-এর প্রতিনিধি জনাব প্রশান্ত কুমার বসাক (প্রভাষক) সহ উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। ১২.০০ ঘটিকায় প্রধান অতিথির আসনে উপস্থিত থেকে দিবসের প্রতিপাদ্য ও সমবায় কর্মকান্ডের উপর মূল্যবান বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব মোঃ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও মহোদয়।

 

১২.১০ ঘটিকায় সভার সভাপতি জনাব মৌসুমী আফরিদা, উপজেলা নির্বাহী অফিসার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও কর্তৃক সমবায়ের অতীত ও বর্তমান কর্মকান্ড নিয়ে বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়। সভা শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

 

ক্রঃ

নং      জেলা নাম      উপজেলার নাম          অনুষ্ঠানের স্থান           উপস্থিতির সংখ্যা       মন্তব্য

 

১.       ঠাকুরগাঁও       রাণীশংকৈল        উপজেলা পরিষদ হলরুম

                                                      রাণীশংকৈল, ঠাকুরগাঁও।           ২২০ জন              -

স্বাক্ষরিত/-

উপজেলা সমবায় অফিসার

রাণীশংকৈল,ঠাকুরগাঁও।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/11/2020
আর্কাইভ তারিখ
30/06/2021